R.M.S , Form Factor,Q-ফ্যাক্টর,লোড ফ্যাক্টর,প্লান্ট ফ্যাক্টর,ডিমান্ড ফ্যাক্টর,ফেজ অ্যাঙ্গেল,ফ্রিকোয়েন্সি


R.M.S , Form Factor,Q-ফ্যাক্টর,লোড ফ্যাক্টর,প্লান্ট ফ্যাক্টর,ডিমান্ড ফ্যাক্টর,ফেজ অ্যাঙ্গেল,ফ্রিকোয়েন্সি।


সাইকেল ঃ AC  কোনো একদিকে প্রবাহিত হয়ে ০ হতে ম্যাক্সিমাম এবং পরে ০ হলে আবার ০ হতে ম্যাক্সিমাম হয়ে ০ তে ফিরে আসে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে সাইকেল বলে।

আমপ্লিচিউডঃ কোন পরিবর্তনশীল রাশির ধনাত্নক বা ঋণাত্নক অর্ধসাইকেলের সর্বোচ্চ মানকে অ্যামপ্লিচিউড বলে।

ফ্রিকোয়েন্সিকোন পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পন্ন করে তাকে ফ্রিকোয়েন্সি বলে।

পিরিয়ড ঃ কোন পরিবর্তনশীল রাশির এক সাইকেল সম্পন্ন হতে যে সময় এর প্রয়োজন তাকে পিরিয়ড বলে।

ফেজঃ পরিবর্তনশীল রাশির কোন  নির্দিষ্ট সময়ের উহার কণিক অবস্থান কে ফেজ বলে।

ফেজ অ্যাঙ্গেল ঃ কোন এ সি ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোণকে  ফেজ অ্যাঙ্গেল বলে।
অল্টারনেশনঃ পরিবর্তনশীল রাশির অর্ধসাইকেল বা তরঙ্গের অর্ধাংশকে অল্টারনেশন বলে।
 
তাত্ক্ষণিক মান ঃ একটি পরিবর্তনশীল রাশির যে কোন মূহুর্তের মানকে তাত্ক্ষণিক মান বলে।
গড় মান ঃ  একটি পরিবর্তনশীল রাশির অর্ধসাইকেলের তাত্ক্ষণিক মান সমুহের গড়কে গড় মান বলে।

Image result for ac fundamentals





R.M.S মান (ROOT MEANS SQUARE) একটি সার্কিটের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট পরিমান ডিসি কারেন্ট প্রবাহিত হলে যে পরিমান হিট প্রডিউস/উৎপন্ন হয় সেই পরিমান heat produced করতে সার্কিটের মধ্য দিয়ে উক্ত নির্দিষ্ট সময়ে যে পরিমান এসি কারেন্ট প্রবাহিত করা প্রয়োজন হয় তাকে এসি কারেন্টের R.M.S মান বলে
R.M.S=Im/√2=0.707
R.M.S=Vm/√2=0.707

Form Factor: কোন সাইন ওয়েভের কার্যকরী মান (RMS value) এবং গড় মান (Average Value) এর অনুপাতকে ফরম ফ্যাক্টর (Form Factor) বলে। একে Kf দ্বারা প্রকাশ করা হয় যার মান 1.11
পাওয়ার ফ্যাক্টরঃ পাওয়ার ফ্যাক্টর হল একটিভ পাওয়ার অর্থাৎ যে পাওয়ার আমরা ব্যবহার করতে পারি এবং এ্যপারেন্ট পাওয়ারের অনুপাত। ইহাকে cosθ দ্বারা প্রকাশ করা হয়, যার মান 0 হতে 1 পর্যন্ত।

Q-ফ্যাক্টর AC সার্কিটে সিরিজ রেজোন্যান্সের সময় সার্কিটের L অথবা C এর আড়াআড়িতে ভোল্টেজ প্রয়োগকৃত ভোল্টেজের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। রেজোন্যান্সের কারনে সৃষ্ট এই ভোল্টেজ বেড়ে যাওয়াকে সিরিজ রেজোনেন্ট সার্কিটের Q-ফ্যাক্টর (Quality Factor) বলে।

লোড ফ্যাক্টরগড় লোড এবং সর্বোচ্চ চাহিদার অনুপাতকে লোড ফ্যাক্টর বলে। Load Factor = Average load/Max. Demand or Peak load. এর মান এর নিচে হয়।

প্লান্ট ফ্যাক্টরকোন পাওয়ার প্লান্টের গড় লোড এবং নির্ধারিত রেটেড ক্যাপাসিটির অনুপাতকে প্লান্ট ফ্যাক্টর বলে। Plant Factor = Average load/ Rated capacity of the plant

ডিমান্ড ফ্যাক্টরপ্লান্টের সর্বোচ্চ চাহিদা এবং সংযুক্ত লোডের অনুপাতকে ডিমান্ড ফ্যাক্টর বলে। Demand Factor = Max. Demand/ Connected Load.
.

No comments

Powered by Blogger.