ভোল্টমিটার, Ammeter, ওহমের সুত্র ,সিরিজ circuit, প্যারালাল সার্কিট


ভোল্টমিটার, Ammeter, ওহমের সুত্র ,সিরিজ  circuit, প্যারালাল সার্কিট


ভোল্টমিটার: ভোল্টমিটার দ্বারা কোন লোড এর অথবা লাইন এর voltage measure করা হয়।ইহা লোড এর parallel যুক্ত থাকে। ভোল্টমিটার এর internal resistance অনেক বেশি।
Ammeter : কোনো লোড এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট মাপা হয়।
Image result for ভোল্টমিটার, Ammeter, ওহমের সূত্র
আদর্শ circuit এর উপাদান টি

১। উৎস : জেনারেটর,ব্যাটারি
২। রক্ষণযন্ত্র : ফিউজ,কাট আউট
৩। নিয়ন্ত্রন যন্ত্র : সুইচ
৪। লোড : বাতি,পাখা
৫। পরিবাহি : তার

সিরিজ  circuit দুই বা ততোধিক রেজিস্টর বা লোড একের পর এক যদি এমন ভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তবে তাকে সিরিজ সার্কিট বলে।

সিরিজ সার্কিট -এর বৈশিষ্ট্যঃ

(i) সিরিজ সার্কিটে যুক্ত সব লোডএর মধ্য দিয়ে একই পরিমান কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ I= I1+I2+I3+——–+In

(ii) সিরিজ সার্কিটে যুক্ত প্রতিটি  লোডের ভোল্টেজ ড্রপসমূহের যোগফল সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। অর্থৎ V=V1+V2+V3+———+Vn

(iii) সিরিজ সার্কিটে যুক্ত  লোড সমূহের রেজিস্ট্যান্সগুলোর যোগফল মোট রেজিস্ট্যান্স (সার্কিটের) সমান।

অর্থাৎ R=R1+R2+R3+——–+Rn

প্যারালাল সার্কিটকাধিক রেজিস্টর বা লোড প্রতিটিকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে তবে তাকে প্যারালাল সার্কিট বলে।

প্যারালাল সার্কিট-এর বৈশিষ্ট্যঃ

(i) প্যারালাল সার্কিটে যুক্ত প্রতিটি লোড এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ এর সমান। অর্থাৎ 1/R=1/R1+1/R2+1/R3+——–+1/Rn

(ii) প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্টর এর মান উল্টিয়ে যোগ করলে যোগফল সমতুল্য (সার্কিটের) রেজিস্ট্যান্সের উল্টানোমানের সমান।

সিরিজ সার্কিটে পাওয়ার factor লাগিং হয় কেন?
সিরিজ সার্কিটে যদি ইন্ডাকটি রিয়্যাকট্যান্স এর মান ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স মানের চাইতে বেশি হলে পাওয়ার ফ্যাক্টর এর মান ল্যাগিং হবে
মিশ্র সার্কিট একই সার্কিটে যখন সিরিজ প্যারালাল সার্কিট উপস্থিত থাকে তখন তাকে মিশ্র সার্কিট বলে।
ওহমের সুত্র কোন পরিবাহির ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট পরিবাহির দুপ্রান্তের বিভব পার্থক্যের  সমানপাতিক এবং রেজিস্ট্যান্সের বাস্তানুপাতিক।

ওহমের সূত্র মতেকোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহিত কারেন্টহলে,

V α I

বা, V = IR         এখানে, R = পরিবাহীর রেজিস্ট্যান্স (সমানুপাতিক ধ্রুবক)

ওহমের সূত্রের সীমাবদ্ধতা:

ওহমের সূত্রকে যদিও ইলেকট্রিসিটির গুরু বলে মানা হয়এর কিছু সীমাবদ্ধতা আছে

. ওহমের সূত্র DC এর ক্ষেত্রে প্রযোজ্য, AC এর ক্ষেত্রে নয়।
. তাপমাত্রা পরিবর্তন হলে ওহমের সূত্র প্রযোজ্য নয়।
. তাপমাত্রা স্থির থাকলেও সিলিকন কার্বাইডের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়।
. জটিল সার্কিট সমূহ ওহমের সূত্রের সাহায্যে সমাধান করা যায় না।





No comments

Powered by Blogger.